Logo Logo

জবিতে যেই হারে শিক্ষক নিয়োগ দেয়ার কথা সেইহারে হচ্ছে না- ভিপি প্রার্থী রাকিব


Splash Image

আসন্ন জকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই হারে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা,


বিজ্ঞাপন


আসন্ন জকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই হারে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, সেই হারে হচ্ছে না। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

তিনি বলেন, প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে না নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দিচ্ছে- কারণ জগন্নাথ থেকে নিলে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। সম্পূরক বৃত্তির রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না। নভেম্বরের তালিকা প্রকাশ করার কথা থাকলেও প্রশাসন তা করেনি। প্রশাসনকে বলতে চাই- আন্দোলনে নামার আগেই সঠিকভাবে কাজ করুন।

এদিন সংবাদ ছাত্রদলের সাথে ছাত্রঅধিকারের প্যানেলের বিষয়ে ছাত্র অধিকারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে প্রাসঙ্গিক রাখার জন্যই জবি শাখা ছাত্র অধিকার সভাপতি এ কে এম রাকিবকে প্যানেলে নেওয়া হয়েছে। ছাত্রদলের সাথে আমরা একটি সমন্বিত প্যানেল ঘোষণা করেছি। ছাত্রঅধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব শুধু ছাত্রঅধিকার সভাপতি ছাড়াও সে শিক্ষার্থীদের কাছে প্রাণভোমরা হিসেবে রূপান্তরিত হয়েছে তার এক্টিভিটির মাধ্যমে। যার কারণে একই সাথে ছাত্রদলের উদারতা যেমন ফুটে উঠেছে, তেমনি বলা যায়- এটা রাকিবেরই একটি বিশেষ কৃতিত্ব।

এর আগে গত ১৭ নভেম্বর সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' নামে একটি প্যানেল ঘোষণা করা হয়। উক্ত প্যানেলের সহ- সভাপতি (ভিপি) পদে জবি শাখা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, জিএস পদে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কোবরা ও এজিএস পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বি এম তানজিলকে মনোনয়ন দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...