বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
কৃষি অফিস সূত্র জানায়, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় উপজেলায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী পাচ্ছেন বিনামূল্যের কৃষি উপকরণ। প্রত্যেক কৃষককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হচ্ছে। প্রতি পাঁচজন করে কৃষককে গ্রুপভিত্তিক এসব উপকরণ বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, এলাকার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজ ও সারের অভাবে রবি মৌসুমে গমসহ অন্যান্য ফসল চাষ করতে পারেন না। তাদের কথা বিবেচনায় সরকার প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করছে, যাতে তারা উৎসাহিত হন এবং উৎপাদন বৃদ্ধি পায়।
তিনি আরও জানান, এ উপজেলার ৭টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মধ্যে এই প্রণোদনা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...