বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধের সময় ৯ ডিসেম্বর ভোরে বীর মুক্তিযোদ্ধারা নেত্রকোনা শহরকে চারদিক থেকে ঘিরে সমন্বিত আক্রমণ শুরু করেন। চর্তুমুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী শহর ছেড়ে পালানোর চেষ্টা করলে মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন কৃষি ফার্মের পাশে মুক্তিযোদ্ধাদের সাথে তাদের তীব্র সংঘর্ষ হয়।
এই সম্মুখযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ওরফে সাত্তার, আবদুল জব্বার ওরফে আবু খাঁ, ও আবদুর রশিদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
বীরদের আত্মত্যাগকে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড আজ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে— সকাল ৯টা ৩০ মিনিটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, সকাল ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণে প্রজন্ম শপথ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৩০ মিনিটে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভা।
নেত্রকোনার জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এসব অনুষ্ঠানে উপস্থিত থেকে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...