Logo Logo

শিক্ষকদের জন্য নিরাপদ ও উন্নত কর্মপরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি : মাসুদ সাঈদী


Splash Image

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি, আর এই শক্তির মূল ভিত্তি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ।” তাই একটি আলোকিত, মানবিক ও কল্যাণময় সমাজ গঠনে শিক্ষকদের জন্য নিরাপদ, সহায়ক ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স লাউঞ্জে শিক্ষকসমাজ ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাসুদ সাঈদী।

তিনি আরও বলেন, একজন শিক্ষক মানসিক স্বস্তি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় অনুপ্রেরণা পেলে তাঁর মেধা ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।

নির্বাচিত হলে শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, “শিক্ষকদের জন্য সম্মানজনক পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে কাজ করবো। যাতে শিক্ষকরা স্বাচ্ছন্দ্যে পাঠদান করতে পারেন এবং শিক্ষার্থীরা নির্ভয়ে শিক্ষা গ্রহণ করতে পারে।”

তিনি আরও জানান, শিক্ষক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আধুনিক শিক্ষা উপকরণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, প্রশিক্ষণ সুবিধা এবং স্বাস্থ্যকর শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই হবে তাঁর অঙ্গীকার।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হওয়া দেশগুলো এখন বৈশ্বিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু আমরা পারিনি দুর্নীতির কারণে। দুর্নীতি নির্মূল না হলে উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড়ানো সম্ভব নয়। নির্বাচিত হলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালাবো।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. দেলোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইলিয়াস হোসেন বেপারী, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর সিতাংশু শেখর অধিকারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর সমরজিৎ হাওলাদার, জামায়াতে ইসলামীর পৌর আমীর মাওলানা ইসহাক আলী ও সেক্রেটারি আল-আমিন খানসহ আরও অনেকে।

সভায় শিক্ষকরা শিক্ষাব্যবস্থার সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা তুলে ধরে সামগ্রিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...