বিজ্ঞাপন
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের মোক্তারপাড়া কবির বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের হেলাল হাফিজ চত্বরে, একটি গাছতলায় এই স্মরণ কথনের আয়োজন করে হিমু পাঠক আড্ডা।
অনুষ্ঠানে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ ও কবিতা পাঠে অংশ নেন শিশু থেকে শুরু করে প্রবীণ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা। আবৃত্তি শিল্পী ও শিশুরা কবির বহুল আলোচিত ও জনপ্রিয় কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান, কবিবন্ধু বীর মুক্তিযোদ্ধা হায়দার জান্নাত চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সংস্কৃতিকর্মী সৈয়দা নাজনীন সুলতানা সুইটিসহ অন্যান্যরা। বক্তারা কবি হেলাল হাফিজের সাহিত্যকর্ম, তার সময়চেতনা ও সমাজ-রাজনীতিতে কবিতার ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কবি হেলাল হাফিজ এবং তাঁর ছোট ভাই প্রয়াত নেহাল হাফিজের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজী আব্দুর রহিম রুহী।
উল্লেখ্য, কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তিনি ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে ইন্তেকাল করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...