বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের আমিনুল হক ভবনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন স্নাতকোত্তর এবং ১০ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইউজিসি-হিট প্রকল্পের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করে মৎস্য একোফিজিওলজি ল্যাব। দুই দিনব্যাপী প্রশিক্ষণে গবেষণার আধুনিক পদ্ধতি, ল্যাবভিত্তিক কার্যকর কৌশল এবং আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক প্রতিবেদন ও গবেষণা প্রবন্ধ লেখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মাৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সারদার। কর্মশালার সভাপতিত্ব করেন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. শাহজাহান।
প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, গবেষণা হল বিজ্ঞানচর্চার মূল ভিত্তি। আধুনিক ল্যাবরেটরি কৌশল ও পদ্ধতি শিক্ষার্থীদের গবেষণার মান বৃদ্ধি করতে সহায়তা করবে। এ ধরনের কর্মশালা তাদের সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...