বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের কৃষক ট্রেনিং সেন্টারে স্বল্প পরিসরে এই উৎসবের আয়োজন করা হয়। নবান্ন উৎসবকে কেন্দ্র করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবান্ন উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড. মো. মামুনুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনা খাতুন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার জানান, নতুন ধানের চাল দিয়ে তৈরি বাহারি আয়োজন ও ঐতিহ্যের স্বাদ নিতেই এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রায় ৩০ রকমের পিঠা-পুলি ও পায়েস পরিবেশন করা হয়।
আলোচনা সভা শেষে অভ্যাগতদের এসব ঐতিহ্যবাহী পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। স্বল্প পরিসরে আয়োজিত হলেও, নবান্ন উৎসবটি আগত অতিথিদের মাঝে বাঙালির চিরায়ত ঐতিহ্যের স্বাদ পৌঁছে দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...