বিজ্ঞাপন
পরে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, তেঁতুলিয়া মডেল থানা, তেঁতুলিয়া প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে উপজেলার পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন এবং কবুতর উড়িয়ে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা আইসিটি অফিসার নবিউল কারিম সরকার, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাসেদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স স্টেশন অফিসার জিল্লুর রহমান প্রাং, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাইলী হক প্রীতি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
এছাড়াও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
উক্ত বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন, মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া পারভীন রিপা ও ভজনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...