Logo Logo

বিজয় দিবসে ফরিদপুরে ৪০০ হতদরিদ্র মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা


Splash Image

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে রোটারি বাংলাদেশের আইকন হিসেবে পরিচিত মানবসেবায় অগ্রদূত রোটারি ক্লাব অফ ফরিদপুর নিউ টাউন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর উত্তর পাড়া গ্রামের মরহুম আজগর আলী মোল্যার বাড়িতে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ জন হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও এক মাসের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশিষ্ট কার্ডিওলজিস্ট রোটাঃ পিপি প্রফেসর ডা. শেখ ইউনুস আলী–এর নেতৃত্বে চক্ষু বিশেষজ্ঞ রোটাঃ পিপি ডা. সুশান্ত কুমার বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের মোট ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। তারা হৃদরোগ, চক্ষু, সাধারণ চিকিৎসা, শিশু ও নারীরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপসা টিমের অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর রোটাঃ অ্যাডভোকেট অলোকেশ রায়, রোটারি ক্লাব অফ ফরিদপুর নিউ টাউন–এর প্রেসিডেন্ট রোটাঃ খালিদ বিন মোরশেদ, ক্লাব সেক্রেটারি রোটাঃ দীপংকর রায়, আইপিপি রোটাঃ মো. আফসার উদ্দিন মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্টদের মধ্যে রোটাঃ পিপি অ্যাডভোকেট এ.আর. খোকন, রোটাঃ পিপি মো. জাহাঙ্গীর আলম, রোটাঃ পিপি রাজকুমার ঘোষ, রোটাঃ পিপি আশরাফুল হাসান, রোটাঃ পিপি প্রভাত দাস বিষ্ণু। সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটাঃ মো. নজরুল ইসলাম, রোটাঃ সাধন কুমার দাস, রোটাঃ রাজিব কুন্ডু, রোটাঃ জয়ন্ত কুন্ডু ও রোটাঃ কাজী সাইমুর রহমান।

আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে মানবসেবার অংশ হিসেবে ভবিষ্যতেও ফরিদপুরের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...