Logo Logo

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আহত ২


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মাদকাসক্ত ও স্থানীয় দুর্বৃত্তদের হামলায় ইমন ও টুটুল নামে দুই মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধরা প্রায় এক ঘণ্টা সদর মডেল থানা ঘেরাও করে রাখেন।

স্থানীয় ও আহতদের অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মাছ বিক্রি শেষে নামী একটি রেস্টুরেন্টে নাস্তা করতে যান ইমন ও টুটুল। এ সময় মাছ বিক্রির টাকা গণনার মুহূর্তে চাঁদা দাবিকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ উভয় পক্ষকে বাইরে বের করে দেয়।

এরপর কয়েক মিনিটের ব্যবধানে রসুল, জাহাঙ্গীর ও সোহানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে মাছ ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইমনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে টুটুলও আহত হন। হামলাকারীরা এ সময় মাছ বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, হামলাকারীরা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত, টিকিট কালোবাজারি ও ছিনতাইকারী হিসেবে স্টেশন এলাকায় পরিচিত।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ডিউটি অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...