Logo Logo

অবশেষে মেট গালায় বলিউড বাদশা শাহরুখ খান


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


৫৯ বছর বয়সে প্রথমবারের মতো মেট গালার লাল গালিচায় পা রাখলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ২০২৫ সালের বহুল প্রতীক্ষিত এই ফ্যাশন ইভেন্টে অভিষেকেই তিনি মুগ্ধ করলেন নিউইয়র্কের ফ্যাশনপ্রেমীদের। তবে এক বিস্ময়কর উক্তি দিয়ে ভক্তদের হৃদয়ে খানিকটা বিষাদের ছায়াও ফেললেন কিং খান—"এটাই হয়তো আমার শেষ মেট গালা!"

সোমবার সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৩:৩০ মিনিটে) শুরু হয় ২০২৫ মেট গালা, যেখানে মূল থিম ছিল ‘Superfine: Tailoring Black Style’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে শাহরুখ খান হাজির হন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি কালো রঙের জমকালো পোশাকে। তার পরনে ছিল মাটি ছোঁয়া তাসমানিয়ান সুপারফাইন উলে তৈরি লম্বা কোট, জাপানিজ হর্ন বোতাম, কালো সিল্কের শর্ট ও প্যান্ট, এবং কোমরে ছিল একটি স্টাইলিশ বেল্ট।

শাহরুখের রাজকীয় উপস্থিতিতে যুক্ত হয় আরও একটি বিশেষ দিক—তার শরীরে সোনার, হীরের ও নীলার অলংকার। তবে তার পোশাকে কোনও শোল্ডার প্যাড ছিল না। সাংবাদিকদের প্রশ্নে তিনি হাসতে হাসতে বলেন, "আমি শোল্ডার প্যাড পরতে চাই না। ওটা পরলে আমাকে এরোপ্লেনের মতো লাগবে!"

লাল গালিচায় পা রেখে নিজের পরিচয় দেন সেই চিরচেনা ভঙ্গিতে—“আমি শাহরুখ।” সঙ্গে ছিল তার বিখ্যাত হাসি, যা বিশ্বজুড়ে অগণিত ভক্তের হৃদয়ে দোলা দেয়।

শাহরুখ জানান, মেট গালায় আসার সিদ্ধান্ত পুরোপুরি তার সন্তানদের অনুরোধেই। তিনি বলেন, “আমার ছোট ছোট বাচ্চারা মেট গালা নিয়ে খুবই উচ্ছ্বসিত। সব্যসাচী যখন বলল এই থিমে আমার জন্য কিছু করতে চায়, তখন ওরা খুব খুশি হয়। আমি জানি না এটা কতটা দারুণ, কিন্তু ওরা বলল—তুমি এখানে দারুণ লাগবে।”

শাহরুখ ছাড়াও এবারের মেট গালায় বলিউড থেকে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কিয়ারা আদভানি। তবে শাহরুখের অভিষেক নিয়ে উৎসাহ ছিল সবচেয়ে বেশি।

প্রসঙ্গত, মেট গালা প্রতি বছর নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের কস্টিউম ইনস্টিটিউটে আয়োজন করা হয়। এটি শুধু একটি ফ্যাশন ইভেন্ট নয়, বরং বিশ্ব ফ্যাশনের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ যেখানে অংশ নেন শীর্ষ ডিজাইনার, সেলিব্রিটি ও মডেলরা।

এই প্রথম মেট গালায় পা রেখেই কিং খান বুঝিয়ে দিলেন—স্টাইল, স্টারডম আর সারপ্রাইজ—সবই এখনো তার হাতেই রাজত্ব করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...