Logo Logo

এক বছর পর ফের করোনায় মৃত্যু, নতুন করে শনাক্ত ৩


Splash Image

দীর্ঘ এক বছরের বেশি সময় পর দেশে ফের করোনাভাইরাসে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন এবং নতুন করে আরও তিনজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৫ জুন) প্রকাশিত নিয়মিত করোনা আপডেটে এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে মোট ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে ৩ জন রোগী সুস্থ হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৭৩৯ জনে। মোট মৃত্যু হয়েছে ২৯,৫০০ জনের। সুস্থ হয়েছেন ২০,১৯,৩৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের গড় হার ১৩.০৫ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা বেড়ে ১৪.২৯ শতাংশে দাঁড়িয়েছে।

করোনার ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এরপর ২০২১ সালের আগস্ট মাসে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায়, যখন দু'দিনে প্রতিদিনই ২৬৪ জন করে মানুষ মারা যান।

২০২২ সালের পর থেকে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ক্রমশই হ্রাস পেতে থাকে। এমনকি ২০২৪ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের ৩ জুন পর্যন্ত করোনা সংক্রান্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...