Logo Logo

ঈদের ফিরতি ট্রেনযাত্রায় স্বাস্থ্যবিধি মানার আহ্বান রেলপথ মন্ত্রণালয়ের


Splash Image

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নতুন অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় এ অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৮ জুন) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ফিরতি ট্রেনযাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অবশ্যই মাস্ক পরার আহ্বান জানানো হচ্ছে।

এই পদক্ষেপের পেছনে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ সংক্রমণের হারের আকস্মিক বৃদ্ধি দেখা দিয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকায় সংক্রমণের ঝুঁকি বেশি। তাই মাস্ক পরার অনুরোধের পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের পর থেকে দেশে করোনা সংক্রমণ হ্রাস পায় এবং মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়। তবে চলতি বছরের জুন মাসে রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণের নতুন উত্থান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত সোম ও মঙ্গলবার রাজশাহীতে ২৬টি নমুনার মধ্যে ১৩টিতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে—যা ৫০ শতাংশ সংক্রমণ হার নির্দেশ করে।

এই পরিপ্রেক্ষিতে, ঈদের আনন্দ শেষে ঘরে ফেরার ট্রেনযাত্রায় বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরা না শুধুমাত্র নিজের সুরক্ষার জন্য, বরং আশপাশের সবাইকে নিরাপদ রাখার দায়িত্বও বটে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন হলে আবারও কিছু এলাকায় সীমিত আকারে স্বাস্থ্যবিধি কার্যকর করা হতে পারে। এ বিষয়ে যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...