Logo Logo

ছেলের ওপর হামলার বিচার ও নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলনে মা


ভোরের বাণী

Splash Image

সংবাদ সম্মেলনে ছেলের ওপর হামলার বিচার দাবি করছেন আহসান হাবিবের মা

নবম শ্রেণির ছাত্র আহসান হাবিবের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে সংবাদ সম্মেলন। হামলাকারীরা এখনও গ্রেফতার হয়নি বলে অভিযোগ।


বিজ্ঞাপন


চট্টগ্রামের হাটহাজারীতে নবম শ্রেণির ছাত্র মো. আহসান হাবিবের ওপর নৃশংস হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার (৬ মে) বিকাল ২টায় হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল জামানের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে আহসান হাবিবের মা জানান, তার ছেলে ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। গত ১ মে সকাল ১০টা ১০ মিনিটে বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, মো. নাজিম উদ্দিন তার হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে আহসান হাবিবের মাথায় কোপ মারতে গেলে সে মাথা সরিয়ে নেয়, ফলে কোপটি তার বাম হাতে লাগে এবং গুরুতর রক্তাক্ত জখম হয়। একই সময় নাহিদা আক্তার গলা টিপে ধরে হত্যার চেষ্টা করে এবং হাসিনা বেগম ও দিদারুল আলম তার হাত-পা চেপে ধরে রাখে। মো. আজম খান তখন লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

ছেলের চিৎকারে মা ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করলে হামলাকারীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, নাহিদা আক্তার তার হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং গলায় থাকা এক ভরি পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ পাঁচ হাজার টাকা।

আত্ম-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আহসান হাবিবকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার ২ মে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করা হয়। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিয়মিত হত্যার হুমকি দিচ্ছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আহসান হাবিবের মা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি দুই ছেলে ও এক মেয়ের মা। repeated হুমকি ও নিরাপত্তাহীনতায় আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...