Logo Logo

পাইকগাছায় কৃষকদের জীবনমান উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


Splash Image

খুলনার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের কৃষক-কৃষাণীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক তহিদহীন ভূঁইয়া, উপজেলা ভূমি কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল হুদা, ডা. ইব্রাহিম গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবীর এবং শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

কংগ্রেসে বক্তারা বলেন, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার কৃষক-কৃষাণীদের আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই স্কুলের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ফল-ফসল উৎপাদন, রোগবালাই ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তি বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে।

এছাড়া, কৃষকদের সমবায়ভিত্তিক সংগঠনের সদস্য করে একত্রিত রাখা হবে, যাতে তারা সহযোগিতামূলক পদ্ধতিতে কৃষিকাজ করতে পারে। এতে কম খরচে অধিক উৎপাদন সম্ভব হবে এবং কৃষকরা লাভবান হবেন। তরুণদের কৃষির সঙ্গে যুক্ত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব হ্রাসে বড় ভূমিকা রাখবে এই উদ্যোগ।

-পাইকগাছা, খুলনা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...