ছবি-নড়াইলের জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠানের দৃশ্য
বিজ্ঞাপন
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নড়াইলে জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক জুলিয়া সুকাইনা, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু, নড়াইল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরা হয় এবং দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণ করা হয়।
-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...