Logo Logo

আবারও গ্লোবাল সুপার লীগে রংপুর রাইডার্স


ভোরের বাণী

Splash Image

ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে ফের অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে প্রস্তুত আয়োজকরা। আসর শুরু ১০ জুলাই, গায়ানায়।


বিজ্ঞাপন


গত বছর প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের পাঁচটি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। সেই ঐতিহাসিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রংপুর রাইডার্স দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হয়েছিলেন চ্যাম্পিয়ন। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রংপুরের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল জিএসএলের পরবর্তী আসর ঘিরে।

তবে সেই শঙ্কার অবসান ঘটালেন জিএসএল চেয়ারম্যান ও কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। এক বিবৃতিতে তিনি জানান, রংপুর রাইডার্সকে আগামী আসরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে—এটি নিশ্চিত।

রংপুরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ক্লাইভ লয়েড বলেন, "আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী। গায়ানায় তাদের ফিরে আসার জন্য আমরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।"

এই বিবৃতি স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, রংপুর রাইডার্স শুধুই অংশগ্রহণকারী দল নয়, বরং টুর্নামেন্টের এক গুরুত্বপূর্ণ আকর্ষণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...