Logo Logo

তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে অমর


Splash Image

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান এবং আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


বিজ্ঞাপন


সোমবার যাত্রাবাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে এক সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা সম্মুখ সারিতে থেকে লড়াই করেছেন। অনেকেই জীবন দিয়েছেন, আমরা তাঁদের রুহের মাগফেরাত কামনা করি।”

তিনি জুলুম ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশ এগিয়ে যাবে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।”

এ সময় তিনি অতীতের নির্যাতনের চিত্র তুলে ধরে উল্লেখ করেন যে, গত ১৫ বছরে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের প্রতি বিদ্বেষমূলক নীতি গ্রহণ করা হয়েছিল। বিশেষ করে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা ও আহত করার কথা তিনি স্মরণ করান।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “নবিজির আখলাক থেকে শিক্ষা গ্রহণ করুন এবং জীবনে সেটি প্রতিফলিত করুন। আমরা মজলুম ছিলাম, কিন্তু যেন কাউকে জালিম না বানাই।” তিনি সকলকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

-এমকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...