ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “স্কুল শাখার” ভবনটিতে দুর্ঘটনার সময় অবস্থান করা ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ জন অভিভাবক নিহত হয়েছেন।
এ ছাড়া, ভয়াবহ ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৫১ জন। আহতদের মধ্যে রয়েছেন ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া এবং ১ জন পিয়ন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, গত ২১ জুলাই (সোমবার) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠরত ছিলেন। ওইদিনের পর থেকে রাজধানীজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।
স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত এবং ক্ষুব্ধ। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থার দাবি জানাচ্ছেন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...