Logo Logo

পাইকগাছা সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের ৬'শ শিক্ষার্থীর পুনর্মিলন


Splash Image

খুলনার পাইকগাছার সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


পুনর্মিলনী উপলক্ষ্যে নানান আয়োজনের মধ্যে ছিল, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম পর্বে বিপ্লব কান্তি মন্ডল ও দ্বিতীয় পর্বে ইসমাইল মোড়ল। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এম এনামুল হক।

১৯৮২ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পূণমিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন স্মৃতি চরণ করে বক্তব্য রাখেন। এস্কুলের যেসব সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সহিত কর্মজীবন পার করছেন সেসব গুনি সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ গ্রহন করেন। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণা মুলক বক্তব্য দেন বক্তারা। সাবেক ও বর্তমান মিলে ৬শ ছাত্র-ছাত্রী এ পুনর্মিলনীতে অংশ গ্রহন করেন।

শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব রায়, প্রধান শিক্ষক আমিনুর রহমান, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুজ কান্তি মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, সাংবাদিক জিএম মিজানুর রহমান, বিএনপি নেতা আমিনুর রহমান, প্রাক্তন ছাত্র কিশোর কুমার মন্ডল, রখি বিশ্বাস প্রমুখ।

দুপুরে নানা ধরনের খেলাধুলা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষকদের সম্মাননা স্মারক ও পুরস্কারে পুরস্কৃত করা হয়।

-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...