Logo Logo

৬ কোটি রুপিতে আইপিএলে মুস্তাফিজ


ভোরের বাণী

Splash Image

ছবি: সংগৃহীত

আইপিএলের চলতি আসরের মাঝপথে ৬ কোটিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। জ্যাক ম্যাকগার্কের বদলি হয়ে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন ফিজ।


বিজ্ঞাপন


চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের আগে অনুষ্ঠিত মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তখন কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। তবে আসরের মাঝপথে বদলে গেল দৃশ্যপট। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগমুহূর্তে দিল্লি ক্যাপিটালসের দলে জায়গা করে নিলেন ‘দ্য ফিজ’ খ্যাত এই বাঁহাতি পেসার।

দিল্লি ক্যাপিটালস ৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে। তবে এটি স্থায়ী চুক্তি নয়—আইপিএলের নিয়ম অনুযায়ী, মাঝপথে অন্তর্ভুক্ত কোনো খেলোয়াড়কে পরবর্তী আসরের জন্য ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। অর্থাৎ চলতি আসরের বাকি অংশেই মুস্তাফিজকে ব্যবহার করতে পারবে দিল্লি।

মূলত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবেই মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ওপেনার নিরাপত্তাজনিত কারণে আইপিএলের বাকি অংশে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে গত সপ্তাহে আইপিএলের খেলা সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই ঘটনার পর ম্যাকগার্ক ভারতে ফিরতে অস্বীকৃতি জানান।

এই সুযোগে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করে তাদের বোলিং বিভাগকে আরো শক্তিশালী করেছে। আইপিএলে এটি মুস্তাফিজের অষ্টম মৌসুম। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

সর্বশেষ আইপিএল আসরে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্স ও অভিজ্ঞতায় ভর করে এবার দিল্লির বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবেন বলেই আশা করা হচ্ছে।

আইপিএলে তাঁর অভিষেক হয় ২০১৬ সালে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সে বছর দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নেওয়ার পাশাপাশি জিতেছিলেন ‘সেরা উদীয়মান খেলোয়াড়’-এর খেতাব—যা এখনো পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র তাঁরই কীর্তি।

এবার আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী ১৭ মে থেকে। এক সপ্তাহ স্থগিত থাকার পর পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর সেখানে মুস্তাফিজুর রহমানের প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক বড় সুখবর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...