Logo Logo

আইসিসির এপ্রিল মাস সেরা মেহেদী হাসান মিরাজ


ভোরের বাণী

Splash Image

ছবি: সংগৃহীত

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন এই সম্মান।


বিজ্ঞাপন


আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে অনন্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

এই কৃতিত্ব অর্জনের মাধ্যমে মিরাজ হলেন আইসিসির মাসসেরা ক্রিকেটার খেতাবজয়ী তৃতীয় বাংলাদেশি। তাঁর আগে এই সম্মান পেয়েছেন দেশসেরা দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

মাত্র ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার পুরো সিরিজজুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। দুই টেস্টে বল হাতে শিকার করেছেন ১৫টি উইকেট মাত্র ১১.৮৬ গড়ে। ব্যাট হাতেও কম যাননি—করেছেন ১১৬ রান, গড় ৩৮.৬৬। সিলেট ও চট্টগ্রাম—দুই ভেন্যুতেই মিরাজ ছিলেন দারুণ উজ্জ্বল।

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট (৫/৫২) ও দ্বিতীয় ইনিংসে আরও ৫ উইকেট (৫/৫০) নিয়ে টানা দুটি ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েন তিনি। যদিও বাংলাদেশ তিন উইকেটে সেই ম্যাচে হেরে যায়, তবে মিরাজের লড়াকু পারফরম্যান্স আলাদা করে নজর কেড়েছে।

পরবর্তী টেস্টে, চট্টগ্রামে, জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষে ব্যাট হাতে নেমে মিরাজ খেলেন ১০৪ রানের অনবদ্য ইনিংস। বল হাতেও ছিলেন সমান সফল—৫/৩২ বোলিং ফিগার নিয়ে দলকে এনে দেন ইনিংস ও ১০৬ রানের দাপুটে জয়।

পুরস্কার পাওয়ার পর মিরাজ বলেন, "আইসিসির মাসসেরা ক্রিকেটার হতে পারা আমার জন্য অসাধারণ এক সম্মান। এটি কেবল আমার একার অর্জন নয়, এটি আমার সতীর্থ, কোচ ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পর এই সম্মানই আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।"

তিনি আরও যোগ করেন, "এই স্বীকৃতি আমাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দেবে এবং দেশের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করার লক্ষ্যে আমি আরও কঠোর পরিশ্রম করব।"

মিরাজের এই অর্জন আবারও প্রমাণ করলো, বাংলাদেশ ক্রিকেট এখন আর শুধুমাত্র উদীয়মান শক্তি নয়—এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করছে। এই গর্বের মুহূর্তে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা মিরাজের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...