বিজ্ঞাপন
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রাত ১১টার দিকে খবর পাই ঋষিপাড়ায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে সদর থানার ওসি ও ফোর্সসহ আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। পরে জানা যায়, নিহত ব্যক্তি ভজন গুহ। তিনি পেশায় কলা বিক্রেতা এবং চার মাস ধরে পরিবার নিয়ে ঋষিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।”
এ ঘটনায় প্রাথমিকভাবে ওই এলাকার আবির হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পারিবারিক বিরোধ, আর্থিক লেনদেন অথবা ব্যক্তিগত শত্রুতা—সব দিক মাথায় রেখে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবেদক - মো: রাজিব হোসেন, মাগুরা।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...