ভোরের বাণী
বিজ্ঞাপন
আদালত সূত্র জানায়, ধর্ষণ ও অপহরণ—দুইটি মামলাই প্রমাণিত হওয়ায় বিচারক পৃথকভাবে সাজা প্রদান করেন। সব মিলিয়ে অভিযুক্ত রফিকুলকে মোট ১৩ বছরের কারাদণ্ড প্রদান করা হয় এবং তাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাসিন্দা কলিমউদ্দিনের কিশোরী মেয়ে (ছদ্মনাম: শাপলা)-কে একই এলাকার আব্দুল সালামের ছেলে রফিকুল ইসলাম অপহরণ করে এবং পরে ধর্ষণ করেন। এতে ভুক্তভোগীর পরিবার চরম হতবাক হয়ে পড়ে।
পরবর্তীতে শাপলার বাবা কলিমউদ্দিন বাদী হয়ে নীলফামারী জেলা জজ আদালতে দুটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৬ বছরের আইনি লড়াই শেষে আদালত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।
রায়ের পর ভিকটিমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। শাপলার বাবা বলেন, "দীর্ঘদিন পর ন্যায়বিচার পেয়েছি, আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
এই মামলার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, নারী ও শিশুর প্রতি সহিংসতার অপরাধীরা দণ্ড থেকে রেহাই পায় না।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...