Logo Logo

নীলফামারীতে আত্মগোপনে থাকা আওয়ামীলীগ নেতা গ্রেফতার


ভোরের বাণী

Splash Image

নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম শাহকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শাহপাড়ার মৃত নজরুল ইসলাম শাহের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, তিনি সদর থানায় দায়ের করা দুটি রাজনৈতিক মামলার আসামি ছিলেন। যদিও সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন, তবে অন্যান্য রাজনৈতিক মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...