Logo Logo

শেরপুর জেলা উন্নয়নের দাবিতে নাগরিক মানববন্ধন


ভোরের বাণী

Splash Image

"উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসুন একসাথে দাঁড়াই, দাবি আদায় আওয়াজ তুলি" এই স্লোগানে শেরপুর জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলাচত্বর পর্যন্ত ৭ কেলোমিটা রাস্তায় জেলার দুই শতাধিক সংগঠনের অংশগ্রহনে মা


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫মে) "শেরপুর জেলা প্রসক্লাবের আয়োজনে " সাধারণ সম্পাদক প্রেসক্লাব মাসুদ হাসান এর সঞ্চালনায় মানববন্ধনে শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা সভাপতিত্বে। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, ছাত্র, সমন্বয়ক, ব্যবসায়ী সহ বক্তারা বলেন,শেরপুর একটি সম্ভাবনাময় জেলা হলেও বহু বছর ধরে উন্নয়ন বঞ্চিত রয়েছে।এখনও অনেক মৌলিক অবকাঠামোগত ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জেলার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন।

সার্বিক বিষয় বিবেচনা করে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ৫ দফা ন্যায্য দাবি নিয়ে মাঠে নামছে জেলায় বসবাসরত নাগরিকরা। শেরপুর জেলাবাসীর দাবিগুলো হলো,(১) কৃষি, প্রযুক্তি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আধুনিক একটি বিশ্ববিদ্যালয় স্থাপন (২) আধুনিক উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সরকারি মেডিকেল কলেজ অথবা বিশেষায়িত হাসপাতাল নির্মাণ (৩) শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) কে পূর্ণাঙ্গ কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর (৪) যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত শেরপুর জেলাকে রেলপথের সাথে সংযুক্ত করা এবং (৫) জেলার পর্যটন এলাকায় আধুনিক হোটেল-মোটেল স্থাপন, সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা ও বন সংরক্ষণ করাসহ পর্যটকদের নিরাপত্তায় টুুরিস্ট পুলিশ মোতায়েন করতে হবে।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য (শেরপুর-৩) আসন মাহমুদুল হক রুবেল , “বলেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, যোগাযোগ সবক্ষেত্রেই। আসুন পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নেই। আওয়াজ তুলি সবাই একসাথে। দলমত নির্বিশেষে একসাথে শেরপুরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাই। যদি শিল্পায়ন হয়, তাহলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।”

অংশগ্রহণকারী জেলা প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, “শেরপুরবাসী দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। সময় এসেছে এখন ঐক্যবদ্ধভাবে দাবি জানানোর।” দাবী আদায়ের লক্ষে আমাদের আজকের এই নাগরিক মানববন্ধন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...