Logo Logo

‘বলে ভ্যাসলিন লাগিয়ে ম্যাচ জিতেছে ভারত’ দাবি সাবেক পাকিস্তানি ক্রিকেটারের


Splash Image

ছবি: সংগৃহীত।।

ভারতের ওভাল টেস্ট জয়ের পর বল বিকৃতির অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাব্বির আহমেদ। তার দাবি, ভারতীয় বোলাররা ভ্যাসলিন ব্যবহার করেছেন। উঠে আসছে বিতর্ক।


বিজ্ঞাপন


ওভাল টেস্টে রোমাঞ্চকর ছয় রানের জয় তুলে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে ভারত। সিরিজজুড়েই ভারতীয় পেসাররা ছিলেন দুর্দান্ত ছন্দে। বিশেষ করে শেষ ম্যাচে মোহাম্মদ সিরাজের আগুনঝরা বোলিং ভারতকে এনে দেয় নাটকীয় জয়। তবে এই জয়ের মাঝেও উঠেছে বিতর্ক। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাব্বির আহমেদ ভারতের বিরুদ্ধে বল বিকৃতির গুরুতর অভিযোগ এনেছেন।

সিরিজের শেষ ম্যাচে যখন মাত্র ৩৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের, তখনও ৪ উইকেট তুলে নিয়ে ভারতের পেসাররা করে ফেলেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক জাদুকরী কাজ। ম্যাচের শেষ দিনে মোহাম্মদ সিরাজ জেমি স্মিথ, গাস আটকিনসনদের ফিরিয়ে এনে দেন জয়ের স্বাদ। কিন্তু সাব্বির আহমেদের দাবি, এই দুর্দান্ত বোলিংয়ের পেছনে রয়েছে 'বল টেম্পারিং' বা বল বিকৃতির ছায়া।

সাব্বির বলেন, “আমার ধারণা ভারতীয় বোলাররা বলে ভ্যাসলিন ব্যবহার করেছে। না হলে ৮০ ওভারের বেশি বল ব্যবহারের পরও তা এত চকচকে থাকে কীভাবে? এটা খুব সন্দেহজনক। আম্পায়ারদের উচিত সেই বল পরীক্ষাগারে পাঠিয়ে বিশ্লেষণ করা।”

যদিও বল বিকৃতির বিষয়ে আম্পায়ারদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি, তবে সাব্বিরের এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ এটিকে হেরে গিয়ে হিংসা থেকে আসা মন্তব্য বলছেন, কেউ আবার বলছেন তদন্ত হওয়া উচিত।

উল্লেখ্য, সিরিজের পাঁচটি ম্যাচই ছিল উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ ওভাল টেস্টটি তো রীতিমতো থ্রিলারের মতোই শেষ হয়। শেষ উইকেটে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৭ রান, আর ভারতের দরকার ছিল একটি উইকেট। শেষ পর্যন্ত ৬ রানের জয় তুলে নিয়ে ভারত ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করে। এই জয় নিয়ে যখন উচ্ছ্বসিত ভারতীয় শিবির, তখন সাব্বিরের এমন মন্তব্য পরিস্থিতিকে দিয়েছে নতুন এক মোড়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...