Logo Logo

ফিফা র‌্যাঙ্কিংয়ে ঐতিহাসিক উন্নতি বাংলাদেশের


Splash Image

ছবি: সংগৃহীত।।

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উন্নতি করে লাল-সবুজের মেয়েরা পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ অবস্থান ১০৪ নম্বরে। জেনে নিন এই অভাবনীয় সাফল্যের পেছনের গল্প।


বিজ্ঞাপন


বাংলাদেশ নারী ফুটবলে রচিত হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধি দল। এই সাফল্যের ফলে ঋতুপর্ণা-আফিদাদের সামনে উন্মোচিত হয়েছে ২০২৭ নারী বিশ্বকাপে খেলার স্বপ্নপথও।

মাঠের পারফরম্যান্সে মেয়েদের অসাধারণ ফর্ম ইতোমধ্যে এনে দিয়েছে আরেকটি বড় সুখবর—ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে বাংলাদেশ, এবার তারা উঠে এসেছে ১০৪ নম্বরে। আজ (বৃহস্পতিবার) ফিফা নারী ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশিত হয়, যেখানে বাংলাদেশ ২৪ ধাপ এগিয়ে সর্বোচ্চ উন্নতকারী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শুধু ধাপ নয়, পয়েন্টেও এসেছে রেকর্ড উন্নতি—৮০.৫১ পয়েন্ট অর্জন করে ফিফার নজর কাড়ে বাংলাদেশ। ইতিহাসে এটিই বাংলাদেশের নারীদের সবচেয়ে বড় র‌্যাঙ্কিং অগ্রগতি। ফিফা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতেও বিশেষভাবে বাংলাদেশের নাম উল্লেখ করেছে। সাম্প্রতিক সময়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলে প্রস্তুতি নেয় বাংলাদেশ, যারা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ছিল। বাছাইপর্বে ৫৫তম র‌্যাঙ্কিংধারী স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়ে মেয়েরা।

এছাড়া বাহরাইনের সঙ্গেও দারুণ পারফরম্যান্সে পয়েন্ট সংগ্রহ করে তারা। বড় দলের বিপক্ষে জয় ও ড্রয়ের এই ধারাবাহিকতা র‌্যাঙ্কিংয়ে দারুণভাবে প্রতিফলিত হয়েছে। এদিকে, নারী ফুটবলের শীর্ষ ১০ দলেও এসেছে বড় পরিবর্তন। ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন এক ধাপ এগিয়ে প্রথম স্থান দখল করেছে, যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। এরপরের অবস্থানে রয়েছে সুইডেন, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, জাপান, কানাডা এবং দক্ষিণ কোরিয়া।

নারী ফুটবলে বাংলাদেশ যে একটি নতুন যুগে প্রবেশ করেছে, সেটি এখন আর শুধু কল্পনা নয়, পরিসংখ্যানই তার প্রমাণ দিচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...