বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিজ্ঞাপন
শুক্রবার বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গত জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে।”
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের শীর্ষ নেতা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দও এই গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন।
তিনি আগামী নির্বাচনে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, “একতাবদ্ধ হয়ে আমরা দেশের জনগণের ইচ্ছা ও চাহিদা প্রতিফলিত করতে সক্ষম হবো। গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে আমাদের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।”
সভায় অংশগ্রহণকারীরা আগামী নির্বাচনে সংহতভাবে কাজ করার সংকল্প ব্যক্ত করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সংলাপের গুরুত্ব উল্লেখ করেন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...