ভোরের বাণী
বিজ্ঞাপন
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এখন সময় ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার। জনগণ কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত কল্যাণ রাষ্ট্র গড়তে জামায়াতকে সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি জানান, ইসলামপন্থী সকল দল এখন ঐক্যবদ্ধ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক বিভাজন দীর্ঘস্থায়ী হবে না এবং খুব শিগগিরই সব অনৈক্য কেটে যাবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ
বক্তব্যে মাওলানা হালিম মাদ্রাসা শিক্ষার প্রতি অবহেলার কথা তুলে ধরে বলেন, “মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে, যা চরম বৈষম্য।”
তিনি আরও দাবি করেন, জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহে অনেক যোগ্য ব্যক্তিকে চাকরি ও পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে।
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আশ্বাস
জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের বঞ্চনার শিকার হতে হবে—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, “গত ৫৪ বছরে জামায়াত কখনও অন্য ধর্মাবলম্বীদের জমি দখল করেনি কিংবা হামলা চালায়নি। বরং সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্য জামায়াতের।”
নারী সংস্কার কমিশনের বিরোধিতা
নারী সংস্কার কমিশনের সুপারিশের কড়া সমালোচনা করে মাওলানা হালিম বলেন, “এই সুপারিশ কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। কমিশন পুনর্গঠন করতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শিবিরে উপস্থিত নেতৃবৃন্দ
শিক্ষা শিবিরটি পিরোজপুরের তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে সকাল ৮টা ২০ মিনিটে শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সিদ্দিকুল ইসলাম ও মাওলানা আব্দুর রাজ্জাকসহ জেলার সকল দায়িত্বশীল ও উপজেলা আমীরগণ।
পিরোজপুর প্রতিনিধি
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...