Logo Logo

কোটি টাকার আংটিতে বাগদান সারলেন রোনালদো-জর্জিনা


Splash Image

ছবি : সংগৃহিত

আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বেশ অনেক বছর ধরেই প্রেম করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।


বিজ্ঞাপন


এরই মধ্যে তাদের ঘর আলো করে এসেছে দুই সন্তান। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পর্তুগিজ মহাতারকা। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।

বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে ছবি দিয়েছেন জর্জিনা। এর আভিজাত্য যেমন সবার নজর কেড়েছে, তেমনই আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও। তিনি লিখেছেন, ‘Yes I do.’ জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০-১৫ ক্যারেটের বেশি এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে।

২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার দেখা হয়। সেখান থেকেই শুরু হয় সম্পর্ক। বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন। নিজেদের সন্তানদের পাশাপাশি রোনালদোর আগের তিন সন্তানেরও অভিভাবক জর্জিনা।

বাগদান প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু, কবে এবং কোথায় হবে বিয়ে? এটি কি ঘনিষ্ঠদের নিয়ে ছোট পরিসরে হবে, নাকি হবে বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজন- এ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। যেটাই হোক না কেনো, রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় লেখা শুরু হয়ে গেছে। আর বিয়ের অনুষ্ঠানের অপেক্ষায় পুরো বিশ্ব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...