Logo Logo

১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার শেষ বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক।


বিজ্ঞাপন


এসময় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমাল লাভার্স পটুয়াখালীর টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মুনজির ও মাসুদ হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে পাখিমারা খালে ছোট ফাঁসের অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছের রেনুপোনা ধ্বংস করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে

প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমাল লাভার্স পটুয়াখালীর সহযোগিতায় ওই খালে অভিযান পরিচালনা করা হয়। পরে ১০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এরপরও মাছ শিকারে চায়না দুয়ারী জাল ব্যবহার করা হলে অসাধু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

-জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...