বিজ্ঞাপন
কোম্পানির স্থানীয় প্রতিনিধি আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব অভিযোগ করে বলেন, যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতায় নাজমা খাতুন নামের এক নারী কোম্পানির জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন। এর মাধ্যমে প্রায় ৩৬ শতাংশ জমি জবরদখল করে রাখা হয়েছে। ধ্রুবর দাবি, কোম্পানির ব্যবসা-বাণিজ্য দখলে নেওয়ার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অপরদিকে নাজমা খাতুন জানান, তিনি প্রায় চার বছর আগে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কাছ থেকে উক্ত জমি ক্রয় করেন এবং ভোগদখল করে আসছেন। জমিটি বিক্রির বিষয়ে নর্প নীট ইন্ডাস্ট্রির সঙ্গে আলোচনা চলছে, তবে সন্তোষজনক দাম পাওয়া গেলে ফয়সালা হবে। এ সময় তিনি তারেক উল্লাহ চৌধুরীকে জড়িয়ে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
এ বিষয়ে তারেক উল্লাহ চৌধুরীও অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...