Logo Logo

কাদের মির্জার ঘনিষ্ঠ যুবলীগ সভাপতি বিমানবন্দরে আটক


ভোরের বাণী

Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (১৭ মে) ভোররাতে তাকে বিমানবন্দরে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রুমেল সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম) সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গত ৫ আগস্টের ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের শেষ দিকে এক ফ্লাইটে দেশ ত্যাগের চেষ্টা করেন রুমেল। কিন্তু ইমিগ্রেশন চেকিংয়ের সময় পুলিশ তাকে শনাক্ত করে আটক করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “গত ৫ আগস্টের ঘটনার পর থেকে যুবলীগ নেতা রুমেল পলাতক ছিলেন। শুক্রবার গভীর রাতে তিনি চুপিসারে বিদেশে পালিয়ে যেতে চেয়েছিলেন। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি আমাকে জানানো হয়েছে এবং তাকে কোম্পানীগঞ্জ থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

প্রতিবেদক- গিয়াস রনি, নোয়াখালি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...