ভোরের বাণী
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
ফুটবল বিশ্ব আবারও অপেক্ষায় এক ঐতিহাসিক লড়াইয়ের। ২০২৫ সালে ফের মাঠে গড়াতে যাচ্ছে ফিনালিসিমা, যেখানে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। তবে ম্যাচটির মূল আকর্ষণ কেবল শিরোপা নয়—আলোচনার কেন্দ্রে রয়েছে এক প্রতীকী দ্বৈরথ: লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল।
ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেবলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ফিনালিসিমা। দুই মহাদেশের চ্যাম্পিয়নদের এই ম্যাচ প্রথমবার আয়োজিত হয় ২০২২ সালে, যেখানে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।
এই সফল আয়োজনের ধারাবাহিকতায় ফের বসছে দ্বিতীয় আসর। সম্প্রতি ফিফা কংগ্রেস চলাকালে প্যারাগুয়ের আসুনসিওনে এক গোপন বৈঠকে মিলিত হন উয়েফা, কনমেবল, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রতিনিধিরা। সেই বৈঠকে ২০২৫ সালের ফিনালিসিমা আয়োজন নিয়ে চূড়ান্ত আলোচনা হয়। যদিও এখনো ভেন্যু ও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, কিন্তু প্রস্তুতির কাজ পুরোদমে শুরু হয়ে গেছে।
ফিনালিসিমা কেবল একটি ম্যাচ নয়, এটি দুই মহাদেশের গৌরব, ফুটবল সংস্কৃতি ও কৌশলের লড়াই। ইউরোপের সুসংগঠিত, পরিকল্পিত ও কৌশলনির্ভর ফুটবল লাতিন আমেরিকার আবেগ, গতিময়তা ও সৃজনশীলতার প্রতীক এই দুই ঘরানার মুখোমুখি হওয়া মানেই ফুটবলপ্রেমীদের জন্য এক স্বপ্নের লড়াই।
যদিও এখনো ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা হয়নি, তবে ফুটবলবিশ্বের উত্তেজনা এখনই তুঙ্গে। অনেকেই মনে করছেন, এটি হতে পারে মেসির জাতীয় দলের জার্সিতে শেষ বড় ম্যাচগুলোর একটি। অন্যদিকে ইয়ামালের জন্য এটি হতে পারে নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার বড় সুযোগ।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...