ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।
উপদেষ্টা জানান, জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে যে কেউ তথ্য দিলে তাকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেওয়া হবে। তার ঘোষণায় বলা হয়েছে—
* একটি এলএমজির তথ্য দিলে ৫ লাখ টাকা
* একটি এসএমজির তথ্য দিলে দেড় লাখ টাকা
* একটি চায়না রাইফেলের তথ্য দিলে ১ লাখ টাকা
* একটি পিস্তলের তথ্য দিলে ৫০ হাজার টাকা
* একটি শটগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা
* প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা
তিনি আশ্বাস দিয়ে বলেন, অস্ত্র উদ্ধারে যেসব ব্যক্তি তথ্য দেবেন তাদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
একইসঙ্গে নিয়োগ বা ভর্তি বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “আগে বদলি বাণিজ্য, ভর্তি বাণিজ্যের অভিযোগ ছিল। এখন ব্যাপক নিয়োগ চলছে। যদি কোথাও দুর্নীতি হয় এবং তার তথ্য কেউ দিতে পারেন, তাকেও পুরস্কার দেওয়া হবে। তবে এর জন্য নির্দিষ্ট অঙ্কের ঘোষণা দেওয়া হয়নি। গত এক বছরে নিয়োগ বাণিজ্যের কোনো খবর আসেনি।”
তিনি আরও হুঁশিয়ারি দেন, “চেয়ারে বসার পর আত্মীয়-স্বজনদের সখ্য বেড়ে যায়। কোথাও যদি আমাদের কেউ চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়িত থাকে, আমাদের জানান। আমরা ব্যবস্থা নেব। তবে মিথ্যা তথ্য দেওয়া যাবে না।”
এ সময় গাজীপুরের কমিশনারের যাতায়াতের কারণে সড়ক বন্ধ রাখার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
অস্ত্র উদ্ধার অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, “মব কমে এসেছে, তবে নির্মূল হয়নি। নির্বাচনের আগে যথাসম্ভব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দল ও জনগণের ওপর।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...