Logo Logo

নারী জাতিকে সামাজিক উচ্ছৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে হবে: সরদার বকুল


Splash Image

নারী জাতিকে সামাজিক উচ্ছৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।


বিজ্ঞাপন


সোমবার(২৫ আগষ্ট)বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে

অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি,র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,আজকে আমাদের যুবতি মেয়েরা ঘর থেকে বের হতে পারেনা,তাদেরকে উত্যক্ত করে,ইভটিজিং করে,ভূল বুঝিয়ে ঘর থেকে বের করে নিয়ে যায় পিতা-মাতার মুখে কালি দিয়ে,আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ্ যদি আমাকে এম.পি বানায় মনোহরদী-বেলাবো থেকে ৬ মাসের জন্যে নেশা এবং ইভটিজিং দূর করবো ইনশাআল্লাহ্,যদি না পারি সে দিন এম.পি থেকে রিজাইন দিয়ে চলে যাবো,আমাকে আপনারা সাহায্য করবেন,পারিবারিক কথাগুলো শেয়ার করবেন,একটি মেয়েকেও ঘরের বাহির হতে দেবো না,দয়া করে আপনারা মেয়েদের হাতে ছেলেদের হাতে ২০ বছরের আগে মোবাইল তুলে দেবেন না।

কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শাহিনা নাসরিন এর সভাপতিত্বে এবং কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুর নাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন,সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা,উপজেলা মহিলাদলের সভানেত্রী মাসুদা আক্তার,সাধারণ সম্পাদক হাসিনা হিমু,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ,কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুক্কুর আলী বি.এস.সি,সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন গোলাপ,

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সোহাগ প্রমূখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...