Logo Logo

এসএ২০ লিগের ড্রাফটে মাহমুদউল্লাহসহ ২৩ বাংলাদেশি


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ২০ লিগ এর চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এবারের আসরে দেশি–বিদেশি মিলিয়ে মোট ৭৮২ জন ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও ২২ জন ক্রিকেটার। তবে তাদের নাম এখনও প্রকাশ করেনি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

মাহমুদউল্লাহ চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেন। তার আগে ২০২৪ সালের অক্টোবরে বিদায় জানান টি–টোয়েন্টি ক্রিকেট থেকে। জাতীয় দলের বাইরে থাকলেও তিনি এখনও ঘরোয়া ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় তিনি এবার নাম লিখিয়েছেন এসএ২০–তে।

ড্রাফটে থাকা ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদেশিদের মধ্যে সর্বাধিক ১৫৩ জন খেলোয়াড় এসেছেন ইংল্যান্ড থেকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ১১ জন করে ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন। এমনকি কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার মতো নতুন ক্রিকেট খেলুড়ে দেশ থেকেও একজন করে ক্রিকেটার অংশ নিচ্ছেন।

এছাড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১০ জন করে ক্রিকেটার আছেন ড্রাফটে। নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫ এবং অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের তিনজন করে খেলোয়াড়ও রয়েছেন তালিকায়। চমক হিসেবে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন, যিনি অবসরের পর আবার টি–টোয়েন্টি লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। একইভাবে ৪৬ বছর বয়সী লেগস্পিনার ইমরান তাহিরও আছেন এই ড্রাফটে।

অভিজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে খেলে যাওয়া তারকাদের মধ্যে আছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, ইংল্যান্ডের রিস টপলি, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, শ্রীলঙ্কার মহেশ থিকশানা, ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ও ওয়েস্ট ইন্ডিজেরই জেইডেন সিলস।

ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল নিলামের মাধ্যমে সবমিলিয়ে ৮৪ জন ক্রিকেটার দলে নিতে পারবে। এই প্রক্রিয়ায় মোট খরচ হবে ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার। ফলে আসন্ন মৌসুমের আগে ড্রাফট ঘিরে ক্রিকেট বিশ্বজুড়ে চলছে ব্যাপক আগ্রহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...