ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর ও মনোজ তিওয়ারির সম্পর্ক বরাবরই তিক্ত। খেলোয়াড়ি জীবনেই দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল দিল্লির একটি প্রথম শ্রেণির ম্যাচে তুমুল ঝামেলাকে ঘিরে। সেই সময় থেকেই বাংলার সাবেক অলরাউন্ডার তিওয়ারি অভিযোগ করে আসছেন, দিল্লির সাবেক ব্যাটসম্যান গম্ভীর তাঁকে বারবার অপমান করেছেন। মাঠের লড়াই শেষে খেলোয়াড়ি জীবন শেষ হলেও দুই প্রাক্তন ক্রিকেটারের সম্পর্কের সেই শীতলতা যে আজও কাটেনি, তা প্রমাণ হলো আবারও।
ভারত দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরকে লক্ষ্য করে এবার সরাসরি আক্রমণ করেছেন মনোজ তিওয়ারি। ক্রিকট্র্যাকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি গম্ভীরকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে বলেন, গম্ভীর সবসময় দ্বিমুখী আচরণ করে থাকেন। তিনি স্মরণ করিয়ে দেন, একসময় গম্ভীর বলতেন যে ভারত দলের কখনোই পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত নয়। অথচ এখন ভারত দলের কোচ হিসেবে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে তার দল।
তিওয়ারির প্রশ্ন, গম্ভীর যদি এতটাই পাকিস্তানবিরোধী হয়ে থাকেন, তবে কেন তিনি এখন পদত্যাগ করছেন না। তাঁর ভাষায়, “সে যদি নীতিতে এত দৃঢ় হয়, তাহলে কেন বলছে না যে আমি ভারত দলের অংশ থাকব না, কারণ দল পাকিস্তানের বিপক্ষে খেলছে?” এভাবেই গম্ভীরের অবস্থানকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন তিওয়ারি।
শুধু পাকিস্তান প্রসঙ্গই নয়, ভারতীয় দলে যশস্বী জয়সওয়ালের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিওয়ারি। তাঁর মতে, একসময় গম্ভীর নিজেই বলেছিলেন যশস্বী ভারতের ভবিষ্যৎ, তাকে টি–টোয়েন্টি দল থেকে দূরে রাখা ঠিক হবে না। অথচ বর্তমানে সেই জয়সওয়ালই দলে নেই।
আগামী এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করেই তিওয়ারির এই সমালোচনা। প্রথম রাউন্ডে একবার মুখোমুখি হবে দুই দল। যদি তারা সুপার ফোরে পৌঁছে, তবে আবারও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি দুই দল ফাইনালে উঠলে শিরোপা লড়াইয়েও মুখোমুখি হতে পারে ভারত–পাকিস্তান। আর সেই লড়াই ঘিরেই গম্ভীরকে ঘিরে পুরোনো বিতর্ককে নতুন করে উসকে দিলেন মনোজ তিওয়ারি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...