ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাতের নেতৃত্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি।
জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর মোড়ে অবস্থিত ‘প্রত্যাশা ক্লিনিক’-এ কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের ভেতরে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের উপস্থিতিতেই টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালার পরিপন্থী এ ঘটনা বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে আসার পরই তদন্ত শুরু করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে নার্স প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভিডিও ধারণের ঘটনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। একইভাবে ক্লিনিকটির মালিক সেলিমও ভুল স্বীকার করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘অপারেশন থিয়েটারের অভ্যন্তরীণ কোনো কর্মকাণ্ড ভিডিও করে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। রোগীকে নিয়ে এ ধরনের আচরণ গুরুতর অনৈতিক ও পেশাগত দায়িত্বের চরম লঙ্ঘন।
তিনি আরও জানান, জেলা সিভিল সার্জনের নির্দেশে ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...