Logo Logo

বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আমার সম্পূর্ণ অধিকার ভোগ করতে প্রস্তুত আছি : নিরাপত্তা উপদেষ্টা


ভোরের বাণী

Splash Image

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ফাইল ছবি


বিজ্ঞাপন


সম্প্রতি বিএনপির শীর্ষস্থানীয় নেতা সালাহউদ্দিন আহমদের এক বিস্ফোরক অভিযোগ রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বিদেশি নাগরিক। এ দাবি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম নেয়। তবে এ বিষয়ে ড. খলিলুর রহমান সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।"

ড. খলিলুর রহমান আজ বার্তা সংস্থা বাসস-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় আরও বলেন, "এই ধরনের গুরুতর অভিযোগের দায়ভার অভিযোগকারীর উপর বর্তায়। যদি কেউ সত্য প্রমাণ করতে চান, তা হলে আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।"

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই বক্তব্যের পর বিষয়টি আরও ঘনীভূত হয়েছে। দেশের রাজনীতিতে এমন সময় এ ধরনের বিতর্ক উত্থাপিত হলো, যখন জাতীয় নির্বাচন নিয়ে নানা বিতর্ক, কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিতর্কে প্রশাসন ও বিরোধী পক্ষের সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের একজন গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মকর্তাকে এভাবে বিদেশি তকমা দেওয়ার বিষয়টি শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং এর মাধ্যমে প্রশাসনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে তথ্যপ্রমাণ ছাড়া প্রকাশ্যে মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলেও অনেকে মত দিয়েছেন।

উল্লেখ্য, ড. খলিলুর রহমান একজন দীর্ঘদিনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক হিসেবে সুপরিচিত। তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে অনেকেই মনে করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...