বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বাবু গাইনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে রিপন গাইন। তিনি বলেন, “আমরা একটি নিরীহ পরিবার। রাজনৈতিক তকমা লাগিয়ে আমাদের চিংড়িঘের ও শ’মিল দখল করে নেওয়া হয়েছে। তবে যারা দখল করেছে তাদের নাম প্রকাশ করতে আপাতত রাজি নই। দীর্ঘদিন ধরে আমরা আতঙ্কে বসবাস করছি।”
তিনি আরও বলেন, “আমরা কেউ সক্রিয়ভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম না, বর্তমানেও নেই। তবে দলটিকে সমর্থন করতাম এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতাম। এ কারণে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে যেমন হামলা-মামলার শিকার হয়েছি, বর্তমানেও একই অবস্থা চলছে। তাই আমরা আওয়ামী লীগের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে সাধারণভাবে জীবনযাপন করতে চাই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মজিদ গাইন, আজিত গাজী, ইউসুফ সরদার, হাকিম গাজী, সমিরন মন্ডল, লতিফ মোড়ল, মানিক বিশ্বাসসহ শতাধিক আ.লীগ সমর্থক পুরুষ ও মহিলা।
প্রতিবেদক- আসাদ ইসলাম, পাইকগাছা, খুলনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...