Logo Logo

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে: জামায়াতের নায়েবে আমীর


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশে মানুষ বিচার বিভাগ থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানের প্রতিই আস্থা রাখতে পারছে না। এর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়া। অথচ জামায়াতে ইসলামী একদল সৎ, যোগ্য ও প্রশিক্ষিত নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নেত্রকোণার জেলা পাবলিক হল মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের পূর্ণ সফলতা আসবে না যতক্ষণ কোরআনের আইন বাস্তবায়ন না হবে। জীবন দিয়ে হলেও আমরা এ দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে সংঘবদ্ধভাবে পথ চলতে হবে। যারা শরীয়াহ আইন মানতে নারাজ তারা মুসলমান হতে পারে না।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন হোক। কোনো ভোট ডাকাতের হাতে দেশকে ছেড়ে দেওয়া হবে না। জনগণের ভোট রক্ষায় ভোট কেন্দ্র ও ভোট বাক্স পাহারা দিতে হবে। জামায়াত চেষ্টা করছে ইসলামের পক্ষে একটি বিকল্প ভোট বাক্স দেওয়ার। নির্বাচনী তফসিল ঘোষণা হলে তা বাস্তব রূপ নেবে ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন, “পি আর (Proportional Representation) পদ্ধতিই হচ্ছে ভোটের সঠিক মূল্যায়নের একমাত্র উপায়। কেউ এক শতাংশ ভোট পেলেও তারও মূল্যায়ন হওয়া উচিত। কিন্তু বর্তমান ব্যবস্থায় ৭৫ শতাংশ ভোটারের ভোট নষ্ট হয়। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।”

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অধ্যাপক মজিবুর রহমান বলেন, “জনগণ এখন জামায়াতের দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আমরা এদেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেব।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, নেত্রকোনা-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, নেত্রকোনা-৩ আসনের প্রার্থী মো. দেলোয়ার হোসেন সাইফুল, নেত্রকোনা-৫ আসনের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, নেত্রকোনা-১ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হাসিম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল।

সম্মেলনে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্যসহ সারা জেলা থেকে প্রায় ছয় শতাধিক পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...