এনসিপিকে ড. ইউনূসের ব্যক্তিগত দল আখ্যা, ছবি- সংগৃহীত
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ড. মুহাম্মদ ইউনূসের নিজস্ব দল বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে রাতের অন্ধকারে যোগাযোগ রাখছেন ড. ইউনূস। সম্প্রতি বিএনপি থেকে তিন মাসের জন্য স্থগিত হওয়া এই নেতা গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন বক্তব্য দেন।
ফজলুর রহমান বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—এটা আমি বিশ্বাস করি না। গত ১২-১৩ মাসেই তিনি প্রমাণ করেছেন, তিনি নিরপেক্ষ নন। এনসিপি আসলে তার নিজের দল। কখনো তিনি ওই দলকে নিজের সন্তান বলেন, আবার কখনো বলেন, তারা তার নিয়োগকর্তা। যখন নিয়োগকর্তা হয়, তখন স্বাভাবিকভাবেই তাদের সুবিধা তিনি দেবেন।”
তিনি আরও দাবি করেন, “প্র্যাক্টিক্যালি এখন দেশ চালাচ্ছে জামায়াত। যদি বিএনপি এটি না বোঝে, তাহলে দেশের জন্য আরও দুঃখ অপেক্ষা করছে।”
জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সমস্ত ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংক তাদের দখলে। দেশের অর্থনীতি ও শেয়ার মার্কেটও তারা নিয়ন্ত্রণ করছে। প্রশাসনে তাদের প্রভাব এতটাই বেশি যে, এসপি-ডিসি থেকে সচিব পর্যন্ত বদল হচ্ছে তাদের ইশারায়। এভাবে তারা গোটা দেশ দখল করে নিচ্ছে। বিএনপি যত দ্রুত বিষয়টি বুঝবে, ততই ভালো।”
এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন ফজলুর রহমান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...