Logo Logo

ফরিদপুরে সীমানা পরিবর্তন নিয়ে ৯ ঘণ্টা এক্সপ্রেসওয়ে অবরোধ


Splash Image

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে গতকাল শুক্রবার দুদফা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্রায় ৯ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত নতুন সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং পরে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভাঙ্গা ইন্টারচেঞ্জ ও ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সন্ধ্যা নাগাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় ও হাইওয়ে থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

অবরোধ চলাকালে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিকেলে এক পর্যায়ে তারা একটি মোটরসাইকেলে আগুন দেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, দুটি ইউনিয়ন কেটে নেওয়া মানে গ্রাম ও মানুষকে মায়ের মাটি থেকে বিচ্ছিন্ন করা। প্রশাসনকে তিন দিন সময় দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, “ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করা আমরা মেনে নেব না। ভাঙ্গার জনগণ ঐক্যবদ্ধ। আলগী ও হামিরদী ইউনিয়ন অবশ্যই ফেরাতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, স্থানীয়দের দাবি পূরণে তিন দিনের সময় নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সমাধানের চেষ্টা চলছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, “অবরোধ চলাকালে যানবাহন আটকে পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলেন। তবে সন্ধ্যার পর আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...