Logo Logo

নুসরাত ফারিয়াকে গ্রেফতারের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে ও মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার (১৯ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, “তার (নুসরাত ফারিয়ার) বিরুদ্ধে মামলা রয়েছে এবং তদন্ত চলছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটাই নিয়ম।”

ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা না থাকলেও কেন তাকে আটক করা হলো? জবাবে উপদেষ্টা বলেন, “যার বিরুদ্ধে মামলা আছে, তাকে তো ছাড়া যায় না। যদি আমরা ছেড়ে দিই, তখন আপনারাই বলবেন—ছাড় দিয়ে দিয়েছি কেন!”

তিনি আরও বলেন, “একটা নির্দিষ্ট পলিসি আছে। যারা সেই নীতির আওতায় পড়েন, তারা আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়ার মধ্যেই পড়বেন। নুসরাত ফারিয়ার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।”

এদিকে জুলাই মাসের গণহত্যা মামলার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, প্রকৃত অপরাধীরাই যেন গ্রেপ্তার হন এবং কোনো নিরীহ মানুষ যেন অযথা শাস্তি না পান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই নির্দেশনাই দেওয়া হয়েছে।”

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয় বিশেষ করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর একটি ফেসবুক পোস্টের পর। পোস্টে ফারুকী এ গ্রেপ্তারকে ‘অবিচার’ বলে আখ্যা দেন। সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা যার যার ব্যক্তিগত মত। মত প্রকাশের স্বাধীনতা তো সবার আছে।”

তিনি আরও বলেন, “বিক্ষোভ করার অধিকার সবার আছে, কিন্তু অযৌক্তিক দাবিতে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করা ঠিক নয়। আমরা সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...