Logo Logo

স্পনসর সংকটে টিম ইন্ডিয়া, এশিয়া কাপের প্র্যাকটিস জার্সি একদম ফাঁকা


Splash Image

ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে স্পনসরহীন প্র্যাকটিস জার্সি পরা খেলোয়াড়রা। ছবি: ভারতীয় ক্রিকেটের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

এশিয়া কাপ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দল। নতুন হেয়ারস্টাইল আর অনুশীলনের ছবি ছাপিয়ে গেছে এক চিত্র—ভারতের অনুশীলনের জার্সিতে নেই কোনো স্পনসরের নাম!


বিজ্ঞাপন


দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে নামে ভারতীয় দল। বিসিসিআই যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে স্পষ্ট দেখা যায়—খেলোয়াড়দের জার্সিতে কেবল লেখা ‘INDIA’। আগে যেখানে বড় বড় স্পনসরদের নাম চোখে পড়ত, এবার তা একেবারেই অনুপস্থিত। দীর্ঘদিনের স্পনসর ‘ড্রিম১১’ চুক্তি নবায়ন না করায় এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে।

চুলে নতুন রঙ করা সূর্যকুমার, হার্দিক কিংবা জাসপ্রীত বুমরাহকে ঘিরে ভক্তদের আগ্রহ থাকলেও আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে স্পনসরবিহীন জার্সি। হার্দিককে দেখা গেছে ভক্তদের সঙ্গে ছবি তুলতে, বুমরাহ কথা বলেছেন অভিষেক শর্মার সঙ্গে, আর সঞ্জু স্যামসনকে দেখা গেছে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করতে।

এশিয়া কাপের আগে বোর্ডের জন্য বিষয়টি কম চাপের নয়। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হয়েও নতুন স্পনসর চূড়ান্ত করতে না পারায় সমালোচনার মুখে পড়েছে বিসিসিআই। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় দলের মতো তারকাখচিত দলে স্পনসর না থাকা বিস্ময়কর ঘটনা।

আগামী মঙ্গলবার থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ বুধবার স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...