Logo Logo

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ আ'লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার


Splash Image

ঢাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে ছাত্রলীগ সম্পাদক আমির হামজা (বামে), ছাত্রলীগ কর্মী সাকিব (মাঝে), রেজওয়ান (ডানে)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে টানা অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা এবং কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদ।


বিজ্ঞাপন


ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর থেকে রবিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন— কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাহিদা নূর সুইটি, মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সিকদার, শ্রমিকলীগ নেতা মহর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ উদ্দীন সুমিতসহ আরও অনেকে।

শনিবার বিকাল থেকে রাতভর রাজধানীর কাফরুল, ফকিরাপুল, কাজীপাড়া, তুরাগ, নিউ মার্কেট, পরিবাগ, নয়াবাজার, কেরানীগঞ্জ ও বংশাল এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে দিবাগত রাতে ডিবির তেজগাঁও বিভাগের অভিযানে গোপালগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, যুগ্ম আহবায়ক সাকিব কাজী, রূপনগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাদিম শেখ ও যুবলীগ কর্মী রেজওয়ান হাওলাদারকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে রাজধানীতে আইনশৃঙ্খলা ভঙ্গ, আকস্মিক মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...