ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, তিনি অজ্ঞাত নম্বর থেকে হুমকিমূলক ফোনকল পেয়েছেন। যেহেতু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, তাই অভিযোগের আঙুল অনেকে তার দিকেই তুলছেন। তবে এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন তামিম।
একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, তিনি একজন ক্রিকেটার, সন্ত্রাসী নন। হেসে তিনি আরও বলেন, যদি সত্যিই এ ধরনের ঘটনা ঘটে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক। তবে যেহেতু বিষয়টি গুরুতর, তাই স্পষ্টভাবে প্রমাণসহ উপস্থাপন করা উচিত। তিনি উল্লেখ করেন, যদি সত্যিই হুমকির ফোনকল এসে থাকে, তবে অবশ্যই ফোন নম্বরও থাকবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজেই বের করতে পারবে আসল তথ্য। তাই নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো উচিত।
তামিম আরও বলেন, এ ধরনের অভিযোগে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই প্রমাণ থাকলে জিডি করা যেতে পারে, না হলে পরিষ্কারভাবে জানানো দরকার যে আসলে কোনো ঘটনা ঘটেনি। মাঝামাঝি অবস্থান নিলে শুধু অযথা সন্দেহের সৃষ্টি হয়।
অভিযোগ প্রসঙ্গে বিসিবি সভাপতির কাজের মূল্যায়ন নিয়ে সরাসরি কিছু বলেননি তামিম। ফারুক আহমেদের বিদায়ের পর দায়িত্ব পাওয়া বুলবুলের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, তিন মাস সময় খুবই কম। এ সময়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো মন্তব্য করা ন্যায্য হবে না।
সব মিলিয়ে বিসিবি নির্বাচন ঘিরে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বুলবুলের অভিযোগ ও তামিমের জবাব নির্বাচনের আগে ক্রিকেটাঙ্গনে নতুন বিতর্ক যোগ করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...