Logo Logo

যেখানে বাংলাদেশের চাইতেও এগিয়ে উগান্ডা


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাংলাদেশের ক্রিকেট মানেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যেটি ‘হোম অব ক্রিকেট’ নামেই পরিচিত। এখানেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে থাকে বাংলাদেশ দল। তবে ক্রিকেট ঐতিহ্যে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা আফ্রিকার দেশ উগান্ডা একটি রেকর্ডে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে।

রেকর্ডটি হলো এক ভেন্যুতে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের। রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মোট ৩৯টি ম্যাচ খেলে ৩৫টিতে জয় পেয়েছে উগান্ডা। মাত্র ২ ম্যাচে হেরেছে তারা, আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিজ দেশে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় উগান্ডা এই মাঠকেই বেছে নেয় তাদের ঘরের মাঠ হিসেবে।

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মিরপুরে মোট ৪৮টি টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা। এর মধ্যে ২৪টি ম্যাচে জয় এবং সমান সংখ্যক ম্যাচে হার পেয়েছে তারা। তবে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এক ভেন্যুতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড বাংলাদেশের দখলেই আছে।

তৃতীয় স্থানে রয়েছে তানজানিয়া। গাহাঙ্গা স্টেডিয়ামেই তারা জিতেছে ২২টি ম্যাচ। চতুর্থ স্থানে আছে ইন্দোনেশিয়া, নিজেদের উদয়না ক্রিকেট স্টেডিয়ামে তারা পেয়েছে ২১টি জয়। পঞ্চম স্থানে আফগানিস্তান, যারা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শারজায় ২০তম জয় তুলে নেয়। ফলে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জয় এখন আফগানিস্তানের দখলে।

অন্যদিকে, পাকিস্তান রয়েছে টেস্ট খেলুড়ে দলগুলোর তালিকায় তিন ও চার নম্বরে। দুবাইয়ে তারা জিতেছে ১৭টি টি-টোয়েন্টি, আর লাহোরে জয় পেয়েছে ১৬ ম্যাচে। দক্ষিণ আফ্রিকা তালিকার পাঁচে রয়েছে; জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তারা জয় পেয়েছে ১৪ ম্যাচে।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, ক্রিকেটের বড় শক্তি না হয়েও উগান্ডা ও তানজানিয়ার মতো দেশগুলো এক ভেন্যুতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এগিয়ে গেছে রেকর্ডবুকে। তবে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এখনও বাংলাদেশের মিরপুর দুর্গই সবচেয়ে সফল টি-টোয়েন্টি ভেন্যু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...